Sealdah to New Jalpaiguri Trains: বিশেষ কোনও মরশুম নয়। সারা বছর ধরেই মানুষ এখ উত্তরবঙ্গে যান। একই ভাবে উত্তরবঙ্গের মানুষরাও কলকাতা কিংবা বাংলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। ফলে দীর্ঘ সময় ধরেই একটা ট্রেনের দাবি উত্তরবঙ্গের মানুষের আছে। এবার সেই দাবি মিটতে চলছে বলেই মনে করা হচ্ছে।
শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ [পর্যন্ত চলবে নতুন একটড়ু ট্রেন। যা খবর, নিয়মিত নয়, সাপ্তাহিক এই ট্রেন চালানো হতে পারে। এতে একদিকে ভ্রমণ পিপাসু মানুষরা আরও সহজে উত্তরবঙ্গে যেতে পারবেন। একই সঙ্গে দীর্ঘদিনের উত্তরবঙ্গের মানুষের দাবিও মানা সম্ভব হবে বলে মনে করছে ভারতীয় রেল (Indian Rail)। বহু মানুষ উপকৃত হবেন এই সিদ্ধান্তে (Sealdah to New Jalpaiguri Trains)।
Sealdah to New Jalpaiguri Trains: কখন ছাড়বে এই ট্রেন?
বাংলা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাপ্তাহিক এই ট্রেন শিয়ালদহ (Sealdah to New Jalpaiguri Trains) থেকে রাতে ছাড়বে। সেই মতো প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের জন্য ছাড়বে। জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত চালানো হবে এই ট্রেন। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তরগামী বিশেষ এই সাপ্তাহিক ট্রেন কৃষ্ণনগর সিটি এবং রানাঘাট জংশন হয়ে চলবে। ফলে তুলনামূলক কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। ফলে আপ ট্রেনটি গন্তব্যে পৌঁছতে ১২ ঘন্টা ৩৫ মিনিট লাগবে বলে দাবি।
Sealdah to New Jalpaiguri Trains: কখন ফিরবে?
ডাউনে অর্থাৎ শিয়ালদহতে একই রুটে ফিরবে ট্রেনটি (Sealdah to New Jalpaiguri Trains)। যা খবর, নিউ জলপাইগুড়ি থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছাড়বে। ফেরার সময় তুলনামূলক ভাবে কিছুটা কম সময় লাগবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফেরার ক্ষেত্রে ১২ ঘণ্টা সময় লাগবে। এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে রাতের কোনও ট্রেন ছিল না। যা চলত সবটাই সন্ধ্যা কিংবা বিকেলে।
দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেসের মতো ট্রেনগুলিকে চালানো হত সন্ধ্যায়। এই ট্রেনগুলিতে সবসময় লম্বা ওয়েটিং লিস্ট। ফলে উত্তরের মানুষরা চাইলেও অনেক সময় ট্রেনে টিকিট পেতেন না। অন্যদিকে রাতের একটি ট্রেন চালানোর দাবি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের। আর সেই দাবি মেনেই রাতে শিয়ালদহগামী ট্রেন উত্তরবঙ্গের জন্য চালাতে চলেছে ভারতীয় রেল ((Sealdah to New Jalpaiguri Trains)। রেলের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের মানুষ থেকে সাধারণ মানুষও।